বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা ইউনিটের কমিটি গঠন

আবদুল্লাহ আল আমিন সভাপতি খেজমত আলী মালিথা সম্পাদক
মেহেরপুর অফিস: বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলন শেষে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন সভাপতি ও একই কলেজের সহকারী অধ্যাপক খেজমত আলী মালিথা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মেহেরপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ২৫ সদস্য বিশিষ্ট বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মেহেরপুর জেলা ইউনিটের কমিটির অন্যান্যরা হলেন- মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আসাফ-উদ-দৌলা ও মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. ইনাম হোসেন সহসভাপতি, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফুয়াদ খাঁন ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আতিয়ার রহমান যুগ্মসম্পাদক, মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক নজির আহমেদ সিদ্দিক কোষাধ্যক্ষ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিরাজ উদ্দীন ও মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মঈনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, একই কলেজের প্রভাষক একরামুল হাসান তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রভাষক জামসেদুর রহমান সমাজকল্যাণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামান দফতর সম্পাদক। এছাড়া কমিটির নির্বাহী সদস্য হলেন- মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এজাজ হোসেন খান, সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক কাবিল উদ্দিন, সহকারী অধ্যাপক এনামুল হক, প্রভাষক বিপ্রদাস সরকার, প্রভাষক মাসুম বিল্লাহ, প্রভাষক মিলন ম-ল, প্রভাষক বশীর আহাম্মেদ ও প্রভাষক সানজিদা ফেরদৌস এবং মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক মুনসী এএইচএম রাশিদুল হক ও প্রভাষক বাবুল মিয়া নয়ন।
এর আগে মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সমিতির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলন এ জেলার বিভিন্ন কলেজ থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বিপুল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে যোগদান করেন। সম্মেলনের প্রারম্ভে সভাপতি উপস্থিত সদস্যবৃন্দকে স্বাগত জানান।