বিভিন্ন জেলায় কর্মরত ১০ বিসিএস কর্মকর্তার চুয়াডাঙ্গার কুতুবপুরে কর্মপরিকল্পনা বিষয়ক মতবনিময়সভা

সরোজগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন জেলার কর্মরত ১০জন ৩৫তম বিসিএস কর্মকর্তা চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময়সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অত্র মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. আব্দুল্লা আল মামুন, চট্টগ্রাম কর অঞ্চল-১র সহকারী কর কমিশনার বাহাদুর আলম, দিনাজপুর বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুজ্জামান, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোয়ার হোসেন, রাজশাহী জেলার পবা উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়, পটুয়াখালী উপজেলার কৃষি সম্প্রসারণ কাওসার আহমেদ, মাগুরা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু, রংপুর জেলার তাজহাট উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসলেমা খাতুন, টাঙ্গাইল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাদিজাতুল কুবরা, সহকারী প্রধান সচিবলায় নাজমুল ইসলাল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মদ হাসানুজ্জামান মানিক ও ইউপি সচিব মোশারফ হোসেনসহ ইউপির সকল সদস্যবৃন্দ। এ সময় কর্মকর্তারা ইউনিয়নের সকল সেবাসহ বিভিন্ন প্রকল্পের ব্যস্তবায়ন, ইউনিয়নের আয়ের উৎস, পরিকল্পনা, বাস্তবায়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন।

Leave a comment