কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার দূরদৃষ্টিতায় জেএসসি’র এক পরীক্ষার্থী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। কৌশলে বরযাত্রীদের সাথেই বিয়ে বাড়ি পৌঁছান ইউএনও।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার গত সোমবার দুপুরে সরকারি কাজে সাবদারপুর ইউনিয়ন থেকে উপজেলা পরিষদে ফিরছিলেন। পথিমধ্যে সরকারি মৎস্য হ্যাচারি মোড়ে বিয়ের মাইক্রো বহরের সাথে দেখা। তিনি বরযাত্রীর মাইক্রো থামিয়ে জিজ্ঞাসাবাদে আঁচ করতে পারেন একটি বাল্যবিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার কৌশল অবলম্বন করে বরযাত্রীকে সঙ্গে নিয়ে কন্যারবাড়িতে গিয়ে উপস্থিত হন। সাথে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম ও সাবদারপুর ইউপি চেয়ারম্যান নওশের আলী। এ বিয়ের বর যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের আ. সাত্তারের ১৯ বছরের পুত্র শাওন খাঁন। আর কন্যা কোটচাঁদপুর উপজেলার লক্ষীকুণ্ডু গ্রামের মোশাররফ খানের কন্যা রিমকী খাতুন। রিমকী এবার এসবিএল জুনিয়র গার্লস হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা উভয়পক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে প- করে দেন। উপজেলা নির্বাহী অফিসারের দূরদৃষ্টিতায় এভাবে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো জেএসসি পরীক্ষার্থী রিমকী।