ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে আয়েশা সিদ্দিকা (রা.) বহুমুখী ক্যাডেট স্কিম মাদরাসার রাশিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১০ শিক্ষার্থীকে মারপিটের অভিযোগে গতকাল ম্যানেজিং কমিটি জরুরী বৈঠকে বসে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
জানা গেছে চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের ভালাইপুর মোড়ের আয়েশা সিদ্দিকা (রা.) বহুমুখী ক্যাডেট স্কিম মাদরসায় শিক্ষক রাশিদুল ইসলামের উপর ঠিকমত ক্লাস না নেওয়াসহ ক্লাসে বসে মোবাইলে ফেজবুক দেখা সহ নানান অভিযোগ তুলে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে। এতে ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন ওই শিক্ষক। এ ঘটনার প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি মুফতি মওলানা শামসুর ইসলামের সভাপতিত্বে জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অভিযুক্ত শিক্ষক রশিদুল ইসলাম তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কুদ্দুস আলম, সম্পাদক ডা. জমির উদ্দিন জাবেদ, আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, মনোয়ার হোসেন, মিজানুর রহমান, জিয়াউল হক, আজগর আলী, খলিলুর রহমান, আব্দুর রহীম সহ উপস্থিত ম্যানেজিং কমিটির সকলের সম্মতিক্রমে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামসুল ইসলাম ও আব্দুর রহীম বলেন অভিযুক্ত শিক্ষক রাশিদুল ইসলাম এযাবত কোনো ধরণের যোগ্যতা সনদ ছাড়াই সুপারিশ ক্রমে মাদরাসায় শিক্ষকতা করছিলো। সেই সাথে তার বিরুদ্ধে আনিতো অভিযোগ প্রমাণ হওয়ায় এবং অভিযুক্ত শিক্ষক তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা চাইলে কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য ভালাইপুর মোড়ের আয়েশা সিদ্দিকা (রা.) বহুমুখী ক্যাডেট স্কিম মাদরাসার শিক্ষক রাশিদুলের নামে মাদরাসার তৃতীয় শ্রেণীর কয়েকজন ছাত্র-ছাত্রী প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক রাশিদুল ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে হাবিবুর রহমান তানহা ওরফে স্বাধীন, রাজীব হোসেন সাইমু ইসলাম, নিয়ামুল, আবির হাসান, জুবাইর, সালাউদ্দিন, সিয়াম ও তানজিলকে গুরুতর আহত করে। এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের অবিভাবকগণ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবী জানায়।