বদরগঞ্জ/পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের নৈশপ্রহরী ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার চিত্র তুলে ধরে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভুলটিয়া গ্রামের মশিউর রহমান তিনি বলেন বিদ্যালয়ের বিভিন্ন অনিয়মে ভরা। নৈশপ্রহরীর সবুজ রাতে কোনো ডিউটি না করে সরকারির বেতন হাতিয়ে নিচ্ছে। এমন কি ওই সবুজ ছাত্র-ছাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের ঝাড়– দেয়া কাজ ও বাথরুম পরিষ্কার করান। এগুলো বন্ধ করতে হবে নয় তো আমরা গ্রামবাসী সহজে মেনে নিতে পারবো না। আব্দুল মজিদ মিয়া তিনি বলেন, সাবেক মেম্বার মহাসিন বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে সঠিক উচিত কথা বলাতে নৈশপ্রহরী তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং সবুজ মহাসিনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছে ওই দায়েরকৃত অভিযোগ ২ দিনের মধ্যে তুলে না নিলে আমরা গ্রামবাসী কঠোর ব্যবস্থা পদক্ষেপ নেবো। আর আমাদের গ্রামবাসীর দাবি নৈশপ্রহরী সবুজকে অপসারণ করা হোক। এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফাতেমা খাতুন ফতে তিনি বলেন, সবুজ মহাসিনের নামে মিথ্যা মামলা অভিযোগ দায়ের করেছে যে আমাকে বিদ্যালয়ে ঝাড়দার পদে চাকরি দেবে বলে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করেছে যা সম্পূর্ণ মিথ্যা। আমার কাছে কোনো চাকরি বাবদে মহাসিনের সাথে কোনো কথা হয়নি। আমি কোনো টাকা দিইনি। আমি সবুজের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করবো। আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মেদ আলী, জাহাঙ্গীর হোসেন বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, আব্দুল বারীসহ গ্রামবাসী। তবে গ্রামবাসীর একটাই দাবী নৈশপ্রহরী আবুল কালাম আজাদকে বিদ্যালয় থেকে অপসারণ করা হোক ও সভাপতি আব্দুল মজিদকে সভাপতি পদ থেকে সরানো হোক।