রোনালদোর জন্য সৌদি নারীর ডিভোর্স!

মাথাভাঙ্গা মনিটর: রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা রোনালদোর জন্য এবার ঘর ভাঙছে এক সৌদি দম্পতির। রোনালদোকে প্রশংসা করায় স্বামীর হাতে নির্যাতিত হয়ে ডিভোর্সের আবেদন করেছেন ওই নারী। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় বার্সেলোনা। এ সময় ওই নারী আনন্দে স্বামীর সামনেই লাফাতে থাকেন আর রোনালদোর প্রশংসায় ফেটে পড়েন। কিন্তু ওই নারীর স্বামী ছিলো বার্সেলোনার সমর্থক। পছন্দের দল হেরে যাওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। এমন সময় তার সামনে প্রতিপক্ষকে সমর্থন করে স্ত্রীর উল্লাসে বেশ চটে যান তিনি। স্ত্রীর অভিযোগ, রোনালদোকে সমর্থন করায় স্বামীর হাতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এজন্য তিনি ডিভোর্সের আবেদন করেন। ওই নারীর বান্ধবী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্বামীর অপছন্দের দল ও সেই দলের খেলোয়াড়কে সমর্থন করায় বেশ ক্ষেপে যান তিনি। বিষয়টি তিনি নিজের জন্য অপমান হিসেবে মনে করেন। এজন্য স্ত্রীকে নির্যাতন করেন।

তবে ঘটনা বেশ পুরোনো হলেও বিষয়টি নজরে এসেছে কয়েক দিন আগে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ডিভোর্সের আবেদনটি চোখে পড়ার পর এ ঘটনা প্রকাশ্যে আসে।

Leave a comment