ধরে ওকে

আহাদ আলী মোল্লা

সেই দুলাভাই ঝেড়েছে তার
শ্যালির ওপর বিষ,
বিয়ের আগেই দিলো মরদ
আজগুবি বকশিশ।

গোটা সমাজ বিব্রত আজ
দুলাভাইয়ের নেই তাতে লাজ
বড় বোনও তাই;
এই ঘটনায় ওদের কোনো
লজ্জা শরম নাই।

লজ্জা যতো আমার তোমার
যাচ্ছে কাটা কান,
থাকলো না আর এই সমাজের
মর্যাদা সম্মান।

নষ্ট ফাজিল ওই দুলাভাই
তুললো এ কী ঝড়,
পারলে তাকে ধরে তোরা
দুই গালে দে চড়।

সূত্র: (প্রসূতি খুশির পরিচয় মিলেছে : ভগ্নিপতি ফুসলে করেছে সর্বনাশ)