দামুড়হুদায় লুৎফল হক মুন্সি ফুটবলে পাঁচকমলাপুর ফাইনালে

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা ভগিরথপুর চক্রবাক সংঘের আয়োজনে লুৎফল হক মুন্সি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় সেমিফাইনালে মদনা একাদশকে ৪ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাঁচকমলাপুর একাদশ। রেফারির দায়িত্বে ছিলেন আতিকুর রহমান, জাহিদুল ইসলাম ও রিজু ইসলাম। ধারা বিবরণে ছিলেন আহসান হাবিব ও তানজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টে কমিটির সভাপতি আবু জাফর আলী, সাধারণ সম্পাদক হারুন রশিদ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ দর্শক সাধারণ।