ঠাকুরপুর সীমান্তে ভারতীয় বাইসাইকেল উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ভারতীয় বাইসাইকেল উদ্ধার করতে পারলেও আটক করতে পারেনি কোনো ব্যবসায়ীকে। গত শনিবার দিনগত রাত ১১ টার দিকে ঠাকুরপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কালাম গোপন সংবাদের মাধ্যমে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের বটতলা নামক জায়গায় অভিযান চালায়। অভিযান চালিয়ে পরিত্যক্ত অস্থায় এক জোড়া ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে।

Leave a comment