আসমানখালী শালিকায় সাইকেল চোরকে ধরে উত্তমমধ্যম দিয়েছে গ্রামবাসি

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী শালিকা গ্রামে সাইকেল চুরির সময় পরিবারের লোকজনের চোর চোর চিৎকারে গ্রামবাসি ধাওয়া করে শালিকা গ্রামের বাওসোর বাগান থেকে চোরকে আটক করে উত্তমমধ্যম দেয়। গতপরশু শনিবার রাতে সুযোগ বুঝে গ্রামের মৃত. আবুল আলীর ছেলে শহিদ উদ্দীনের বাড়িতে সাইকেল চুরি করতে গিয়ে গ্রামবাসির হাতে ধরাপরার পর গণধোলাইয়ের শিকার হয় একই গ্রামের মাঝেরপাড়ার জমসেদ আলীর ছেলে ডালিম (২৪)।
জানা গেছে, সে এলাকায় দীর্ঘদিনধরে পানবরজ থেকে পান চুরি, সাইকেল চুরি, মোবাইল চুরি ও বাড়ি থেকে শাড়ি কাপড় চুরি করে আসছে। ধরাপরার পর গ্রামবাসি ডালিমের পরিবারকে খবর দিলে, তারা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

Leave a comment