আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী ও কুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে বেশ কয়েক শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। গতকাল রোববার ১০টার দিকে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরপরই তারা বমি করে অসুস্থ হলে তাদের হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে আলমডাঙ্গার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। রোববার বেলা ১০ টার দিকে উপজেলার কুয়াতলা-মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরপরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কয়েক শিক্ষার্থীর পেটে ব্যাথা ও বমি শুরু হয়। এর মধ্যে কুয়াতলা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রিপন, মোহাম্মদপুর গ্রামের বাদল আলীর ছেলে শাকিল, একই গ্রামের রাজু আলীর ছেলে তামিম। এছাড়াও একই সময় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়েছে হারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা হলো হারদী গ্রামের ফয়জেল আলীর ছেলে শাজীল ও একই গ্রামের ফরজ আলীর কন্যা নুপুর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।