বিশ্ব হকিতে বাংলাদেশের আম্পায়ার

স্টাফ রিপোর্টার: সুসংবাদটা প্রথম শোনেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রশীদের কাছ থেকে। তারপরও নিজের কানকে বিশ্বাস করতে পারেননি সেলিম লাকি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক হকি ফেডারেশনের  (এফআইএইচ) চিঠি পেয়ে বুঝতে পারলেন, স্বপ্ন পূরণের প্রথম সিঁড়িতে পা রেখেছেন। ১০ বছর ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনা করে আসছেন তিনি। কিন্তু এতোদিন লাকির আন্তর্জাতিক সীমানাটা শুধু এশিয়ার মধ্যেই আটকে ছিলো। এবার সেটা পাখা মেলেছে সারা বিশ্বে।

এফআইএইচের পিইউএল (প্রমিজিং আম্পায়ার লিস্ট) তালিকায় প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। হকি আম্পায়ারদের এলিট প্যানেলে এর ওপরে রয়েছে শুধু দুটি ধাপ। মাঠে লাকির নিরপেক্ষ ম্যাচ পরিচালনার স্বীকৃতি হিসেবে এফআইএচ তাকে গত পরশু চিঠি দিয়ে জানিয়েছে, আগামী বছর থেকে জুনিয়র বিশ্বকাপ, বিশ্বকাপ বাছাই, ওয়ার্ল্ড হকি লিগ ও অলিম্পিক গেমসের বাছাইয়ের ম্যাচ পরিচালনা করতে পারবেন।