সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি গতকাল শনিবার বিকেল ৪ টায় সরোজগঞ্জ খাদ্যগুদামের সামনে অনুষ্ঠিত হয় । কুতুবপুর ইউনিয়ন জাতীয়পার্টির নেতা হামিদুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, সাধারণ সম্পাদক জাকির জোয়ার্দ্দার বাবু, চুয়াডাঙ্গা জেলা জাতীয়পার্টি মৎসজীবীদলের সভাপতি আনোয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি রাহাজ উদ্দিন, গড়াইটুপি ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি নুরুল ইসলাম মন্টু, আলোকদিয়া ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি জুলফিক্কার আলী কলি প্রমুখ। অনুষ্ঠান শেষে লুৎফর রহমানকে সভাপতি, হামিদুল মিয়া ও আনোয়ার হোসেনকে সহ-সভাপতি, হামিদুল হককে সাধারণ সম্পাদক, ওলি জোয়ার্দ্দার যুগ্ন-সম্পাদক, আব্দুল সালামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়ন জাতীয়পার্টির কমিটি গঠন করা হয়।