মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা মেহেরপুর গাংনী ও মুজিবনগর ছাত্রলীগ আনন্দ শোভাযাত্রা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৪৮তম স্থানে স্বীকৃতি প্রদান করায় কেন্দ্রীয় ছাত্রলীগের গৃহিত কর্মসূচির অংশ হিসেবে ইউনেস্কোকে অভিনন্দন জানিয়ে এ শোভযাত্রার আয়োজন করা হয়।
গতকাল শনিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে র্যালিটি ছাত্রলীগ টেন্ড হতে শুরু হয়ে কলেজ হোস্টেল ও কলেজ গেট প্রদক্ষিণ করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আনন্দ র্যালি শেষে আলোচনা সভায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ সামী তাপুর সভাপতিত্বে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পনের পরিচালনায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগ নেতা মানিক, রোকনুজ্জামান, নিশান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রোকন, হিমু, নাহিদ, ফারহান রাব্বি, আরাফাত প্লাবন, ইসতিয়াক সিথুন, সাফিন, আনিস, তামিম, জাহিদসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীরা। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ১৭ মিনিটের জ্বালাময়ী বক্তব্য যা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে উদ্বুদ্ধ করে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে ও ছাত্রলীগ করতে এবং জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগসহ এর প্রতিটি ইউনিটের নেতা ও কর্মীরা নিরলস ভাবে কাজ করে যাবে এবং রাজপথে বিএনপি, জামাত-শিবিরের কুচক্রান্তকে বানচালের লক্ষ্যে লড়াই সংগ্রাম চালিয়ে যাবে।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৪৮তম স্থানে স্বীকৃতি প্রদান করায় মেহেরপুরে আনন্দ র্যালি বের করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে র্যালিটি কলেজ মোড় প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সেখানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, দফতর সম্পাদক সাজেদুর রহমান সেতু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা র্যালিতে উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণকে বিশ্বপ্রামান্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসাবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ।
গতকাল শনিবার সাড়ে ১১টায় অত্র কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি মুজিবনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহউলিউল্লাহ সোহাগ, মুজিবনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সম্পাদক তুষার ইমরান, যুগ্মসম্পাদক রহিত খাঁন, ছাত্রলীগ নেতা লিটন, হাসিবুল, সজিব ও হাফিজ প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেয়ায় মেহেরপুর গাংনীতে গতকাল শনিবার দুপুরে আনন্দ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রতনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
