কার্পাসডাঙ্গায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় মনজু

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪ টার সময় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিক্ষক শফিকুল ইসলাম শাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলার অসমাপ্ত কাজ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন করে যাচ্ছেন। বাঙালি জাতি প্রতিবাদী এরা পরাজয় মাথা পেতে নেয় না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগ নেতা শিক্ষক আলাল উদ্দিন, শহিদুল, সমির, ফরিদ, যুবলীগ নেতা জহির, আশাদুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা আঃ সালাম।

Leave a comment