মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুর ভৈরব নদের পাড়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনকে ২ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মোশারেফ হোসেন মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামের হাজী মকছেদ আলীর ছেলে। বালু মহাল ও মাটির নব্য ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় গতকাল শনিবার সকালের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এ দ-াদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রসিকপুর ভৈরব নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন খবর পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার মুজিবনগর থানা পুলিশ নিয়ে সেখানে যান। এসময় ভ্রাম্যমাণ আদালত মোশারেফ হোসেনকে আটক করে এ সাজা দেন। মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত মোশারেফ হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।