স্টাফ রিপোর্টার: মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পদ থেকে ওয়াসিম সাজ্জাদ লিখনকে বহিস্কার করেছে কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ কৃষক লীগের দফতর সম্পাদক নাজমুল ইসলাম পান্নু এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করছেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, ০২ নভেম্বর বিভিন্ন মিডিয়ায় মেহেরপুর জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের গ্রেফতার প্রসঙ্গে বাংলাদেশ কৃষক লীগ সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাড খোন্দকার সামছুল হক রেজা এক যুক্ত বিবৃতিতে জানিয়েছেন ওয়াসিম সাজ্জাদ লিখনকে বহুপুর্বেই মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সে বর্তমানে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নয় বা কোনো প্রকার সদস্য নয়। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোন্দকার সামছুল হক রেজা বলেন, গাঁজাসহ গ্রেফতারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে আসে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে আপনারা পরবর্তী সিদ্ধান্ত জানতে পারবেন।
মেহেরপুর জেলা কৃষক লীগ সভাপতি মাহবুবুল আলম শান্তি বলেন, বহিস্কারের কোনো চিঠিপত্র আমি পাইনি। বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক আমাকে বহিস্কারের বিষয়টি মোবাইলে জানিয়েছেন। এর বেশি কিছু আমি জানি না।
প্রসঙ্গত, গত বুধবার রাতে গাংনী উপজেলার চিৎলা গ্রামে ওয়াসিম সাজ্জাদ লিখনের বাগানবাড়িতে ডিবি ও গাংনী থানা পুলিশের অভিযানে লিখনসহ ১০ জনকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে ৪০৫ গ্রাম গাঁজা ও গাঁজা রাখার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশের একজন এসআই বাদি হয়ে ১০ জনের নামে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় লিখনসহ ১০ জনই জেলহাজতে রয়েছেন। তবে লিখনসহ গ্রেফতারকৃতদের পরিবারের দাবি, জনৈক এক ব্যক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা।