আলমডাঙ্গা বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আজ

আলমডাঙ্গা ব্যুরো: আজ ৪ নভেম্বর আলমডাঙ্গার ব্যবসায়ীদের বড় সংগঠন বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে শহরজুড়ে ব্যবসায়ীদের মাঝে সৃষ্টি হয়েছে টানটান উত্তেজনা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা গতকাল রাতে শেষবারের মত ভোটার ব্যবসায়ীদের দ্বারে দ্বারে ঘুরেছেন।
আজ ৪ নভেম্বর নির্বাচনকে ঘিরে ভোটারদের সাথে জনসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত কিংবা আত্মীয়তার সম্পর্কের প্রভাব খাটিয়ে প্রার্থীরা ভোটারকে নিজের পক্ষে টানার প্রাণান্ত চেষ্টা করেছেন। অনেক সাধারণ ভোটার পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনায় নেমেছেন। প্রার্থীরা ভোটার সাধারণের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। মোট ভোট সংখ্যা ৭৫৫। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আলমডাঙ্গা বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের বড় মর্যাদাপূর্ণ এই নির্বাচনকে ঘিরে আলমডাঙ্গা শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সারা শহরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার সাঁটানো হয়েছে। হাইরোড ও বণিক সমিতির অফিসের আশপাশ এলাকা পোস্টারে পোস্টারে ঢাকা। দেয়াল, চায়ের দোকান, বৈদ্যুতিক খুঁটিসহ আনাচে-কানাচে ছেয়ে গেছে পোস্টারে। অধিকাংশ ভোটারই কাকে তাদের মূল্যবান ভোট প্রদান করবেন তা স্থির করে রেখেছেন বলে ব্যবসায়ীদের ধারণা।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায় তাদের প্রত্যাশার কথা। নালা নর্দমার দুর্গন্ধমুক্ত, শৌচাগারের অভাবমুক্ত, ফুটপাত দখলমুক্ত পরিচ্ছন্ন আলমডাঙ্গা শহর দেখতে চান ভোটার সাধারণ। যারা নির্বাচিত হবেন তারা এ জন্য কাজ করবেন, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত ও স্বার্থ রক্ষা, করবেন। সংগঠনের হিসাব-নিকাশে আরও স্বচ্ছতা, ব্যবসায়ীদের জন্য কল্যাণ তহবিল গঠন, সকল ব্যবসায়ীর সম অধিকার নিশ্চিত করবেন। এমন আশা সাধারণ ভোটারদের।
এদিকে গত ২১ অক্টোবর বণিক সমিতির অফিস কক্ষে প্রধান নির্বাচন কর্মকর্তা সোনালী ব্যাংক গাংনী শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম ও সহকারী নির্বাচন কর্মকর্তা সোনালী ব্যাংক মুন্সিগঞ্জ শাখার ম্যানেজার শহিদুল ইসলাম প্রার্থীদের মাঝে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন। এদের মধ্যে আজিম উদ্দিন পেয়েছেন চাকা , বর্তমান সভাপতি মকবুল হোসেন পেয়েছেন দোয়াত কলম, রবিউল হক পকু মিয়া পেয়েছেন ছাতা প্রতীক। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এদের মধ্যে একেএম এনামুল হক চশমা, জয়নাল আবেদীন মাছ, তাইজুল হক তাজু দেয়াল ঘড়ি, সাইফুল ইসলাম লিটন গরুর গাড়ি প্রতীক বরাদ্দ পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন। এদের মধ্যে আমিনুল হক বিশ্বাস ঘেটু বাইসাইকেল, জিল্লুর রহমান ওল্টু রিক্সা, শাহিন রেজা মিল্টন আনারস প্রতীক পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খন্দকার আব্দুল্লাহ বাঘ, মাগরিবুর রহমান গোলাপফুল ও হাজি মীর শফিকুল ইসলাম হাঁস প্রতীক পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। এদের মধ্যে জাহিদুল মজিদ লাভলু মই ও জনি মিয়া চেয়ার প্রতীক পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আলাউদ্দিন মোরগ ও সমেন্দ্রনাথ সাহা হাতি মার্কা পেয়েছেন। এছাড়া দফতর সম্পাদক পদে আমিনুল ইসলাম প্রিন্স টিয়াপাখি ও রেজাউল হক খেজুর গাছ প্রতীক পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হোসেন ডাব, বাবলুর রহমান আম ও মানোয়ার হোসেন ফুটবল প্রতীক পেয়েছেন। ধর্ম সম্পাদক পদে দেলোয়ার হোসেন তারা ও মোতালেব হোসেন মিনার প্রতীক পেয়েছেন। সদস্য পদে আঃ রাজ্জাক কাপপিরিচ, উত্তম কুমার টেলিভিশন, তুহিন রেজা বালতি, জয়নুল আবেদীন (ক্যাপ) হরিণ, জসিম উদ্দিন হাতপাখা, মীর মতিয়ার রহমান তালাচাবি, মোহাম্মদ আলী মন্টু টেবিল, রেজাউল হক তোতা ঘোড়া, রাজিবুল ইসলাম রাজিব সিলিংফ্যান, শরিফুল ইসলাম হারিকেন, সিরাজুল ইসলাম ষাঁড় এবং শেখ সাদী কবুতর মার্কা পেয়েছেন।
নির্বাচন সম্পর্কে প্রধান নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যা যা প্রয়োজন সবই করা হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment