আলমডাঙ্গায় ষোল আনা বাঙালির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ষোল-আনা বাঙালির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজনে উন্মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা আট-কপাটে ষোল-আনা বাঙালির মূললক্ষ্য বাস্তবায়নের অভিযাত্রার আলোচনা করা হয়। আলোচনা সভায় চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি নাসির উদ্দিন মুন্নির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সভাপতি হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর-আই শেখর। বিশেষ অতিথি ছিলেন সাবেক আলমডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি আলম হোসেন, স্থায়ী সদস্য এসএম সাব্বির হাসেম, সানোয়ার হোসেন শাহ্মীম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সজিব, রাসেল, পারভেজ, সবুজ, নোমান, বিপুল, লিমন, আকাশ, পলাশ প্রমুখ। সভায় পথশিশুদের সোনালি আগামী নির্মাণে ষোল-আনা বাঙালি ঘোষিত রূপকল্প-২০২০ বাস্তবায়নের অভিযাত্রা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন। সকল পথশিশুর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়।

Leave a comment