মাথাভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ইটভাটা মালিকসহ ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের ৪৫ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: অবৈধভাবে মাথাভাঙ্গা নদী থেকে মাটি উত্তোলন করার দায়ে এক ইটভাটা মালিকসহ ২ জনের নিকট থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২ নভেম্বর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রাম বরাবর মাথাভাঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে নিয়ে ইটভাটায় ও নির্মিতব্য পল্লীবিদ্যুতের সাব স্টেশনে মাটি ভরাট করার অভিযোগ উঠে। এমন অভিযোগ পেয়ে গতকাল ২ নভেম্বর দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ঘটনাস্থলে ছুটে যান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি অবৈধভাবে মাথাভাঙ্গা নদী থেকে মাটি উত্তোলন করে ব্যবসার দায়ে ২ ব্যক্তির নিকট থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এরা হলেন, নগরবোয়ালিয়ার মৃত মকবুল হোসেনের ছেলে ইটভাটা মালিক সিরাজুল ইসলাম ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মৃত আজগর আলীর ছেলে ড্রেজারব্যবসায়ী ফিরোজ আলী। সিরাজুল ইসলামের নিকট থেকে জরিমানা বাবদ ২ হাজার ও ফিরোজ আলীর নিকট থেকে ২৫ হাজার টাকা আদায় করা