নেহেরার বিদায়ী ম্যাচে ভারতের সহজ জয়

মাথাভাঙ্গা মনিটর: সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের অন্যতম সফল বোলার আশিস নেহেরা। তবে জয় দিয়ে তার এই বিদায়কে স্মরণীয় করে রাখলো টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারিয়ে ১-০-তে এগিয়ে গেছে দলটি। দিল্লিতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিঙের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে  বোলারদের ওপর রীতিমতো তাণ্ডবে চালায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। দুই ওপেনারের এমন দানবীয় ব্যাটিঙে ১৬ দশমিক ২ ওভারের উদ্বোধনী জুটিতে ভারত তুলে ফেলে ১৫৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। ধাওয়ান ৫২ বলে ৮০ রান করে ফেরার পর হার্দিক পান্ডিয়াকেও শূন্য রানে সাজঘর দেখান ইশ সোধি। পরে বিরাট কোহলির ১১ বলে ২৬ রান করলে ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাড়ায়  ৩ উইকেটে ২০২।

২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে দারুণ ফর্মে থাকা টম ল্যাথাম টি-টোয়েন্টিতেও করেন ৩৬ বলে সর্বোচ্চ ৩৯ রান। অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮। শেষ দিকে দুটি করে চার ও ছক্কায় ১৪ বলে ২৭ রান করে ব্যবধান কমান মিচেল স্যান্টনার। র‍্যাংকিংয়ের শীর্ষ দলের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ভারতের পক্ষে অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চেহেল নেন দুটি করে উইকেট। ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন নেহরা।

 

 

Leave a comment