চুয়াডাঙ্গায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় বক্তারা

জাসদ কোনো ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না

স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক ক্রীড়াব্যক্তিত্ব জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ সিদ্দিক। সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আব্দুল রশিদ, ডা. শরিফুল ইসলাম, আছির উদ্দিন কলম, রাজু আহমেদ, মাহাবুব হেসেন, হারুন অর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা জাসদের সভাপতি আছির উদ্দিন কলম, সাধারণ সম্পাদক ডা. শরিফুল ইসলাম, জীবননগর উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলা জাসদের সদস্য মাহাবুব হোসেন ও জীবননগর উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশিদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাসদ জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে। ষড়যন্ত্রকারীরা দল থেকে বিচ্যুত হয়েছে। ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সকলের বাসযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।

 

Leave a comment