খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

গাড়ি বহরে যে হামলা চালিয়েছে তা গণতন্ত্রের হুমকির সামিল
স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে পেট্রোল হামলা ও বাস পুড়োনোর প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপি পৃথকভাবে সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া চট্টগ্রামে যাওয়ার পথে এবং ঢাকায় ফেরার পথে ফেনীতে আওয়ামী সন্ত্রাসীরা গাড়ি বহরে যে হামলা চালিয়েছে তা গণতন্ত্রের জন্য হুমকির সামিল। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা যে হামলা চালায় তার ছবি টেলিভিশনের পর্দায় দেখা গেছে। সভা থেকে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয়।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি জেলা দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা দিকে প্রতিবাদসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জেলা কমিটির সদস্য পৌর বিএনপি সভাপতি শহিদুল ইসলাম রতন, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, জেলা বিএনপির সদস্য সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর মন্টু, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, জেলা যুব দল ইমরুল হাসান জোয়ার্দ্দার মুকুল, আশরাফ বিশ্বাস মিল্টু, মামুন রেজা সবুজ, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ প্রমুখ।
অপরদিকে, কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি আহ্বায়ক হাজি রবিউল ইসলাম বাবলু। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন সদর পৌর সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা যুবদল সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদল যুগ্মআহ্বায়ক জাহিদ, রাজীব খান, জেলা যুবদল সদস্য আরিফ হোসেন, পৌর বিএনপি প্রচার সম্পাদক মিনহাজ উদ্দিন, পৌর যুবদল যুগ্মআহ্বায়ক সালমান হক উজ্জ্বল, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হারুনার রশিদ, ৫নং ওয়ার্ড সভাপতি শেখ সেলিম প্রমুখ। পরিচালনা করেন জেলা যুবদল আহ্বায়ক খালেদ মাহমুদ মিল্টন।
এদিকে, চুয়াডাঙ্গা প্রেসক্লাব প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। মিছিলটি প্রেসক্লাবের সামনের রাস্তায় উঠলে পুলিশি বাঁধার মুখে প্রতিবাদসভা করে নেতৃবৃন্দ। প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা মহিলাদল নেত্রী জাহানারা বেগম। প্রধান ছিলেন জেলা বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক আবু। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহসভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, যুগ্মসম্পাদক আবুল কালাম আজাদ, সদর থানা বিএনপির প্রচার সম্পাদক মুন্সী আলাউদ্দীন, বিএনপি নেতা হাফিজুর রহমান মুক্ত, আনিছুল ইসলাম বিশু, জেলা যুবদলের সদস্য মনিরুজ্জামান লিপটন, রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ। পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।

Leave a comment