খাদ্য কুপণে কি ভোট হয়

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচনে সাধারণ ভোটারদের মাঝে খাদ্য কুপণ বিতরণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোটার মাঝে খাদ্য কুপন বিতরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চান্না-বাবু-মাসুদ পরিষদ অভিযোগপত্রে বলেছে, লেমন-জগলু-ইবু পরিষদ ভোট নিজের আয়ত্বে নেয়ার জন্য নির্বাচনী আইন ভঙ্গ করে খাদ্য কুপন ভোটার মাঝে বিতরণ করেছে। আরো বলা হয়েছে আমাদের প্যানেলে খাদ্য কুপন বা টাকার বিনিময়ে আমরা কোনো ভোট কিনছি না। যদি ভোটাররা ভোট দেয় তাও খুশি না দিলেও আমরা খুশি। কারণ আমরা ভোটের অধিকার ফিরিয়ে এনেছি। আজ বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Leave a comment