দর্শনা রেলবাজার জামে মসজিদের টয়লেট থেকে লাশ উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা কাস্টমস সার্কেল থেকে লাগেজের মালামাল ছাড়িয়ে বাড়ি ফেরার প্রস্তুতিকালে জীবন হারালেন হিমু। দর্শনা রেলবাজার জামে মসজিদের টয়লেট থেকে উদ্ধার করা হলো হিমুর লাশ। হিমুর ব্যবসায়ী পার্টনার ঢাকার খিঁলগাও এলাকার সেলিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম জানান, শাহজাতপুর ৭০ শান্তিবাগ জামে মসজিদ এলাকার শান্তিনগরের শহিদার রহমান মল্লিকের ছেলে আলী আজম মল্লিক হিমু নিয়মিত ঢাকা-কোলকাতা মৈত্রী ট্রেনযোগে লাগেজ ব্যবসা করে আসছিলেন বেশ কিছুদিন ধরে। গত শনিবার দর্শনা আর্ন্তজাতিক স্টেশন থেকে হিমুর লাগেজ মালামাল আটক করে দর্শনা কাস্টমস সার্কেলের সদস্যরা। লাগেজ মালামাল কাস্টমস থেকে ছাড়ানোর জন্য গতকাল বুধবার সকালে পরিবহনযোগে আসেন হিমু ও রফিক। নিয়ম মাফিক কাস্টমস থেকে মালামাল ছাড়ানো হয়। ঢাকাগামী পূর্বাশা পরিবহনযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে দর্শনা কাউন্টারে পৌঁছানোর পর হিমু প্রকৃতির ডাকে সাড়া দিতে দুপুর দেড়টার দিকে দর্শনা রেল বাজার জামে মসজিদের টয়লেটে যান। জোহরের নামাজ শেষে মসজিদের মুসল্লিরা দীর্ঘসময় টয়লেটের দরজা বন্ধ দেখে ধাক্কা দিয়ে দরজা খোলে। টয়লেটে অজ্ঞাত ব্যাক্তিকে সজ্ঞাহীন অবস্থায় পরে থাকতে দেখে ভীড় জমাতে থাকে বাজারের ব্যবসায়ীরা। তাকে উদ্ধার করে নেয়া হয় দর্শনার একটি ক্লিনিকে। খবর পেয়ে রফিক ঘটনাস্থলে পৌঁছে হিমুর লাশ সনাক্ত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকায় নেয়ার প্রক্রিয়া চলছিলো।

Leave a comment