চুয়াডাঙ্গায় ৪ দিনব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার: ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে চুয়াডাঙ্গায় ৪ দিনব্যাপী আয়কর মেলা-২০১৭ শুরু হচ্ছে। আজ বৃহস্পতিবার বেলা ১০ টায় ইউপি এ্যাসোসিয়েশন হল চত্বরে মেলার উদ্বোধন করা হবে। আয়কর মেলা আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে।
জাতীয় জীবনের সর্বত্র একটি রাজস্ব-বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠা এবং করদাতা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে জাতীয় রাজস্ব বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আয়কর মেলা আয়োজন তেমনই একটি উদ্যোগ। করদাতাগণ আয়কর মেলায় একই ছাদের নীচে থেকে কর সেবার সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। চুয়াডাঙ্গা সার্কেল-৯ সহকারি কর কমিশনার উজ্জ্বল কুমার সরদার বলেন, ‘করমেলা সফল করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

Leave a comment