ছাত্রজীবনে বৃত্তিপ্রাপ্তসহ যে কোনো অর্জনই উন্নত জীবন গঠণের অনুপ্রেরণা

চুয়াডাঙ্গা বেগমপুরে জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৬ সালে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক বলেন, মানুষ জন্ম গ্রহণ করেই প্রকৃত মানুষ হয় না। নানাবিধ শিক্ষার মাধ্যমে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হয়। শিক্ষার্জন করার মধ্য দিয়ে মানুষ হতে হয়। ব্যাক্তির উন্নতি, সামাজিক উন্নতি, কিংবা জাতীয় উন্নতির জন্য চাই মানসম্মত শিক্ষা। জীবনে শিক্ষা ব্যতিত সব কিছুই বৃথা। আমাদের উন্নতির মূলে রয়েছে শিক্ষা। শিক্ষাই পশ্চাৎপদ জাতি তাদের উন্নয়ন ঘটাতে পারেনি। সেই সাথে মনে রাখতে হবে ভালো ফলাফল করে যেন নিজের মধ্যে অহংকার বা অহমিকা সৃষ্টি না হয়। তাই সব শিক্ষিত মানুষকেই ভালো মানুষ বলা যাবে না। মানুষ হতে হলে তার মধ্যে উন্নত মানসিকতা থাকতে হবে। একবার কেউ ভাল হলে তার খারাপ হবার সম্ভাবনা থাকে কম। আবার এ অর্জনে বেশি উল্লাসিত হবারও কিছুই নেই। অর্জিত উন্নতির ধারাবাহিকতা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ খেলাধূলা শারিরীক ও মানসিক বিকাশ ঘটায়। উঠতি বয়সি ছেলে মেয়েদের বিপদগামীতা থেকে দূরে রাখে। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে সকল ছাত্র বিদ্যালয়ে পঁচাত্তর শতাংশ উপস্থিত থাকবে না তাদেরকে পরবর্তী ক্লাসে তোলার দরকার নেই। সম্প্রতি এসএসসি’র টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়েছে। যারা টেস্টে উত্তীর্ণ হবে না তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পাঠাবেন না। এ ব্যাপারে কেউ প্রভাবখাটালে আমাকে জানাবেন। সরকারি ভাবে ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট থেকে এর জবাব নেয়া হবে। এসময় তিনি চুয়াডাঙ্গা জেলাকে নিয়ে আগামীর পরিকল্পনা সম্পর্কেও অবহিত করেন। ইউনিয়ন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন আলম লেলিন। ইউপি সচিব আসাবুল হক মাসুদের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, জেলা প্রশাসকের সিএ মাহাতাব হোসেন, ইউপি সদস্য কায়েস উদ্দীন, এরেং মণ্ডল, আবু বাক্কা, আলী কদর, জিল্লুর রহমান জুলমত প্রমুখ। স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার প্রধান অতিথির দৃষ্টির্ষণ করে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতাসহ বিভিন্ন বিষয় অবগত করেন। এদিকে প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হবার পূর্বে ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্প, বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন। বক্তব্য শেষে বেগমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেয়া আর্থিক চেক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। চেক প্রাপ্তরা হলেন হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাবিয়া সুলতানা, তাহেরা খাতুন, নাজমুস সাকিব, মৌসুমি খাতুন, আমানুর রহমান, রুবাইয়া খাতুন, শিরিনা খাতুন, সেতু মিয়া, ইসলামুল হক ও শামীম হোসেন ইমন।