মেহেরপুরের আমঝুপিতে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: গতকাল সোমবার মানব উন্নয়ন কেন্দ্র মউক এর হলরুমে সকাল ১০ঘটিকার সময় ভূমি মালিকানা ওজন সমবায়ের সাথে স্থানীয় সরকার ও সরকারি সেবা দানকারি প্রতিষ্ঠানের সাথে নারী জনসমবায় দলের সদস্যদের সাথে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মউকের প্রতিষ্ঠাতা নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম, প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি-সম্প্রসারনের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান উপজেলা কৃষি অফিসার একেএম কামরুজ্জামান, অতিথি হিসাবে বক্তব্য রাখেন এএলআরডি’র প্রোগ্রাম অফিসার সৈয়দা জুবাইদা ফাতেমা, এ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার রাজিব পারভেজ। বক্তারা হইড্রোপনিক ঘাস চাষ ও হাইব্রিড সজনের ডাটা চাষের উপর গুরুত্বারোপ করে বলেন এই পদ্ধতির ঘাসচাষে দ্রুত স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা যায়। এছাড়া সজনে ডাটা চাষের মাধ্যমে গো-খাদ্য ও মানুষের পুষ্টি চাহিদা পূরণ হবে। আলোচনা শেষে সকল অংশগ্রহণকারী রঘুনাথাপুর আশ্রয়ন প্রকল্পের হাইড্রোপনিক ঘাসচাষের স্পষ্ট পরিদর্শন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মুরাদ হোসেন, প্রোগ্রাম ম্যানেজার, মউক।