পরিদর্শন শেষে দ্রুত বন্দর এলাকা বিদ্যুতায়নের নির্দেশনা

জীবননগর বন্দর এলাকা পরিদর্শনে উচ্চ পর্যায়ের পল্লী বিদ্যুত সমিতির প্রতিনিধি দল

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ স্থল বন্দর এলাকা পরিদর্শন করেছে পল্লী বিদ্যুত সমিতির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। পল্লী বিদ্যুতের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার দিপংকর মন্ডল, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদ ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার রেজাউল করিমের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলটি গতকাল সোমবার বিকেলে বন্দর এলাকা পরিদর্শন করে। পরিদর্শন কালে বন্দর এলাকা আলোকিত করতে অবিলম্বে বিদ্যুতায়ন করার নিদের্শনা দিয়েছেন পল্লী বিদ্যুত সমিতির সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার দিপংকর মন্ডল।
জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থল বন্দর চালুর লক্ষ্যে বন্দর এলাকায় বিদ্যুত সংযোগ দেয়ার জন্য মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার বরাবর একটি আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে গতকাল পল্লী বিদ্যুত সমিতির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি বিষয়টি খতিয়ে দেখতে বন্দর এলাকা সরেজমিনে পরিদর্শনে আসেন। বিকেলে পরিদর্শন টিমটি জীবননগরে এসে পৌঁছুলে দৌলৎগঞ্জ-মাজদিয়া বন্দর চালু বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল তাদেরকে স্বাগত জানান। পরে পল্লী বিদ্যুত সমিতির সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার দিপংকর মন্ডল, পল্লী বিদ্যুত সমিতির কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদ, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম রেজাউল করিম, ডিজিএম (কারিগরি) প্রদিশ কুমার, চুয়াডাঙ্গার ডিজিএম হাবিবুর রহমান ও জীবননগর উপজেলার এজিএম (কম) সাদিক আহম্মেদসহ ১১ সদস্যর প্রতিনিধিদলটি বন্দর এলাকা পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সিঅ্যান্ডএফ অ্যাসোয়িশনের সাধারণ সম্পাদক আব্দুল হক, উপজেলা যুবলীগ আহ্বায়ক আব্দুস সালাম ঈঁশা, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সদস্য মাজেদুর রহমান লিটন, খায়রুল বাশার শিপলু ও আরিফুজ্জামান প্রমুখ এসময় তাদের সঙ্গে ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে বৈঠকে বসেন। এসময় তাদের সম্মুখে এ বন্দরের সুবিধাসহ সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু। বৈঠক শেষে সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার দিপংকর মন্ডল অবিলম্বে বন্দর এলাকা বিদ্যুতায়ন করার জন্য নির্দেশ প্রদান করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পল্লী বিদ্যুত সমিতির কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদ ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির জিএম রেজাউল করিমকে তাগিদ দেন বলে জানা গেছে।