নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তা কখনো বিফলে যায় না

দামুড়হুদার কুড়ুলগাছির বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল সোমবার সকাল ১১টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল অনুষ্ঠানে যোগ দেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খোঁজ-খবর নেয়াসহ এ সময় জেলা প্রশাসক শিক্ষক ও প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও সদস্যদের বলেন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে তা কখনো বিফলে যায় না।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে প্রথমে কুড়–লগাছি ইউনিয়ন ভূমি অফিসে যান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহম্মদ ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান। এ সময় সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রশিদসহ সকল কর্মচারীদের উদ্দেশে বলেন, সাধারণ জনগণ যেন কোনো প্রকার হয়রানি না হয় সে দিকে খেয়াল করতে হবে বলে নির্দেশনা দেন এবং অফিসের বিভিন্ন ফাইল পত্র খতিয়ে দেখেন। দুপুর সাড়ে ১২টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন প্রকল্পের ফাইল, ডিজিটাল সেন্টার, এলজি এসপির কাজ দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদের আয়ের উৎস দেখেন, আয়কর সচেতনা ও জনগনের আরো কিভাবে সেবা দ্বোর গোড়ায় পৌছে দেয়া যায় সে ব্যাপারে চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরিষদের সীমানা পিলার, সোলার প্লান্ট, ল্যাম্পপোস্ট দেখে পরিষদের চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনুসহ পরিষদের সকল সদস্য ও সচিবকে ধন্যবাদ জানান।
দুপুর ২টার দিকে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুপুরে পরিচালনা পর্ষদের উদ্যোগে মিড ডে মিল চালু করা হয়। বিদ্যালয়ের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর) ছাত্র-ছাত্রীদের মাঝে মিড ডে মিল উপলক্ষে (খিচুড়ি ও ডিম) খাবার বিতরণ করা হয়। মিড ডে মিল চালু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, পরিচালনা পর্ষদের সভাপতি সাকারুদ্দীন মেম্বরসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ।