দেশপ্রেমি প্রজন্ম পেতে মায়েদের সজাগ হওয়ার আহ্বান

জাতীয় শোকদিবস উপলক্ষে রচনা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: “ধারাবাহিকে বিনোদন নিতে গিয়ে তার কোনো চরিত্রে প্রভাবিত হওয়ার মতো বোকামি আর নেই। ওতে মত্ত হয়ে নিজস্ব সংস্কৃতি চর্চা থেকে সরে গেলে চলবে না। শিশুর মধ্যে দেশত্ববোধের বীজরোপনের জন্য অবশ্যই মায়েদের বেশি বেশি সজাগ হতে হবে। শিশুরা প্রধানত মায়ের আচরণে উদ্বুদ্ধ হয়। মায়েদের মানসিকতা নিয়েই বেড়ে ওঠে। প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের অবদানই বেশি।”
রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপরোক্ত মন্তব্য করেন। ১৫ আগস্ট জাতীয় শোকদিবস-২০১৭ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে গতকাল সোমবার সকাল ১০টায় জেলা গ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সি আবু সাঈফ। সভাপতিত্ব করেন জেলা সরকারি গ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান জিয়ারুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হেলেনা নাসরিন। রচনা বিভাগে বিজয়ীরা হলো- সিন্থীয়া আক্তার রিনি, মুনতারিন রহমান প্রাপ্তি, সাথী খাতুন, ফজলে রাব্বী ও নূর এ জান্নাত। আবৃত্তি বিভাগে বিজয়ীরা হলো- নাহিয়ান ইশরাথ, জুনায়েদ আহমেদ, মল্লিক। চিত্রাঙ্কনে বিজয়ীরা হলো- শান্তুনু ও শাহরিয়ার রহমান।