ঝাঁজাডাঙ্গা থেকে ফেনসিডিলসহ রিপন ও এনামুল আটক

দামুড়হুদার বড়বলদিয়া বিজিবির মাদকবিরোধী অভিযান

দর্শনা অফিস : দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আটক করেছে ঝাঁজাডাঙ্গার রিপন ও কামারপাড়ার এনামুলকে। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত পরশু রোববার রাত আড়াইটার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ঝাঁজাডাঙ্গা মাদরাসাপাড়ার একটি আম বাগানে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই আম বাগান থেকে আটক করা হয়, কামারপাড়া গ্রামের বাবর মন্ডলের ছেলে এনামুল (২৬) ও ঝাঁজাডাঙ্গা গ্রামের শামসুল আলমের ছেলে বদরুজ্জামান রিপনকে (২৮)। আটককৃতদের কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে বিজিবির দেয়া তথ্যে জানানো হয়েছে। এ ঘটনায় সুবেদার আমিরুল ইসলাম বাদী হয়ে গতকাল সোমবার আটককৃত রিপন ও এনামুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।