স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পঞ্চম জেলা গাইড ক্যাম্প ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে একদিনের এই ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসো প্রাণের স্পন্দনে, কাজ করি প্রকৃতির বন্ধনে প্রতিপাদ্য বিষয়ক জেলা গাইড ক্যাম্প অনুষ্ঠানের আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্লস-গাইডস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার কমিশনার মিসেস হানিফা খাতুন। সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বেলা ৩টায় অনুষ্ঠিত হয় মহা তাবু জলসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল খুলনার আঞ্চলিক কমিশনার মৌছুফা বেগম, স্কাউট জেলা কমিশনার ওয়ালিউল্লাহ সিদ্দিক, প্রাক্তন জেলা কমিশনার ইলা হক, সদর উপজেলা কমিশনার রউফুন নাহার রীনা, কমিশনার রেবেকা সুলতানা, হারুন অর রশীদ, শাহনেওয়াজ ফারুক, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার প্রমুখ। ৫ম জেলা গাইড ক্যাম্প অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলার ১৮৮ জন গাইড অংশ নেয়। উপজেলা শিক্ষা অফিসারবৃন্দসহ গাইডদের প্রতিষ্ঠান প্রধানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।