আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়, চুয়াডাঙ্গায় উন্নয়নের ধারা অব্যহত রয়েছে

হাজরাহাটি-শেয়ালমারি ব্রিজ ও খাদিমপুর ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে হুইপ সেলুন জোয়ার্দ্দার এমপি

মুন্সিগঞ্জ প্রতিনিধি: গ্রামীন অবকাঠামো উন্নয়নের প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা বড় বাজার ভায়া হাজরাহাটি-শেয়ালমারী ব্রীজ ও ৮৮ লাখ টাকা ব্যয়ে খাদিমপুর ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এ ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
ভিত্তি প্রস্থর স্থাপনকালে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে বিএনপি নেতৃ খালেদা জিয়া গভির সড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে পিছিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এখন অনেক সচেতন। দেশবাসী জানে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা উপজেলায় ব্যপক উন্নয়ন করা হয়েছে।
তিনি আরও আলমডাঙ্গা উপজেলায় ২ শত কিলোমিটারের বেশি পাকা রাস্তা নির্মান করা হয়েছে। স্কুল কলেজ ব্রীজ কালভাট, হাসপাতাল, খেলার মাঠ করে দেয়া হয়েছে। দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। দেশের টাকায় পদ্মা সেতু নির্মান করা হচ্ছে। দেশের মানুষ তাদের সন্তানদেরকে এখন স্কুলে পাঠায়, তাদের সন্তানেরা লেখাপড়া শিখে জেলার মান অক্ষুন্ন রাখছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অভিসার রাহাত মান্নান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, খাদিমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমা-ার জামসেদুর রহমান জোয়ার্দ্দার, সাবেক চেয়ারম্যান, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক প্রমুখ। উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাবান হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আরেফিন আলম রঞ্জু, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মোজহিদুর রহমান লোটাস। কোরআন তেলোয়াত করেন মাও. কারী নূর হাসান। অনুষ্ঠান উপস্থপনা করেন খাদিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান। বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গার দুই গর্ভিত সন্তান ডিআইজি থেকে এআইজি হওয়ায় তাদের অভিন্ন জানিয়ে বলেছেন, আলমডাঙ্গা কলা কেন্দ্রের ৪ জন শিশু সারাদেশের মধ্যে বিভিন্ন ক্যাটাগারীতে প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছে। এটা আলমডাঙ্গা তথা চুয়াডাঙ্গা জেলাবাসীর জন্য কম গর্বের বিষয় নয়। যে কোনো মূল্যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। ছেলে মেয়েদের মাদক থেকে দুরে রাখতে হবে। এছাড়া তিনি আলমডাঙ্গা উপজেলার উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।