কমিউনিটি পুলিশিং ডে আজ

স্টাফ রিপোর্টার: আজ শনিবার দেশে প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭। ‘জঙ্গী, মাদক প্রতিকারে, জনতা, পুলিশ এক কাতারে’ স্লোগানকে সামনে রেখে আজ শনিবার ঢাকাসহ সারাদেশের সকল পুলিশ ইউনিটে দিনটি একযোগে উদযাপন করা হবে। চুয়াডাঙ্গা, মেহেপুর ও ঝিনাইদহেও নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

চুয়াডাঙ্গায় আজ সকালে সাড়ে ৯টায় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পার্ক থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হবে। পরে শ্রীমান্ত টাউনহলে আলোচনাসভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়ামন হক জোয়ার্দ্দার এমপি।

Leave a comment