স্টাফ রিপোর্টার: আত্মহত্যার চেষ্টার পর ব্লু হোয়েল গেমের প্রতি আসক্ত আরো এক শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। তার নাম ফয়সাল আহমেদ মৃধা (২২)। গতকাল বুধবার চিকিৎসার জন্য তাকে ঢামেকে নিয়ে আসেন তার স্বজনরা। ফয়সালের বাবা আব্দুল মালেক দুবাই প্রবাসী। তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার লালতলী গ্রামে। ফয়সাল হাজীগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের বিএ ১ম বর্ষের ছাত্র।
ফয়সালের খালা নাসিমা আক্তার জানান, চাঁদপুর থেকে মঙ্গলবার রাতে ফয়সালকে নিয়ে তার পরিবার মতিঝিলের বাসায় উঠেছে। অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে-শুনিয়ে ফয়সালকে ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়ে ফয়সাল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছে। ব্লেড দিয়ে তার হাত কেটেছে, মাছ এঁকেছে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফয়সাল বড়।