জীবননগর ছাত্রলীগের মতবিনিময়সভা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে র‌্যালি শেষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলনসহ আগামী দিনে ছাত্রলীগের নেতৃত্ব ও কর্মপরিকল্পনা স্থান পায় বলে জানা গেছে।
মতবিনিময়সভা উপলক্ষে এর পূর্বে জীবননগর ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ডিগ্রি কলেজ ক্যাম্পাসে উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ওয়াসিম রাজার পরিচালনায় মতবিনিময়সভায় এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সদস্য খায়রুল বাশার শিপলু, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক, বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলম, হাসাদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিল্টন, সাধারণ সম্পাদক আসাদ, উথলী ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জেবু ও ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিঠু প্রমুখ।

Leave a comment