চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫ : একজনকে ঢাকায় রেফার্ড

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা শহরতলির থানাকাউন্সিলপাড়ার এবিএম হামিদুল হকের ছেলে আব্দুল্লা আল শাহি মাসরু (১৭) তার বন্ধু মোটরসাইকেল চালক লিয়ন (১৮), দামুড়হুদা জয়রামপুর নতুন পাড়ার হযরত আলীর ছেলে বাইসাইকেল চালক মিজানুর রহমান (৩০) ও চুয়াডাঙ্গা জেলা সদরের ডিঙ্গেদহ বেগনগরের বেলু মণ্ডলের ছেলে  ডিঙ্গেদহ সোহরাওয়ার্দী বিদ্যাপীঠের ১০ম শ্রেণির ছাত্র বাইসাইকেলচালক দেলোয়ার হোসেন (২৬), ঝিনাইদহ আরাপপুরের আব্দুল মালেকের ছেলে আকিজ ফুডের টিএসএম মোটরসাইকেল চালক ওয়ালিউর রহমান শহীন (৩০)। গতকাল তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন এবং আশঙ্কাজনক অবস্থায় মাসরুকে ঢাকায় রেফার করা হয়। হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্কুল ছাত্র দেলোয়ার হোসেন বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে ডিঙ্গেদহ বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সিপির মোড়ে পৌঁছুলে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাওয়া একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দেলোয়ার হোসেন ও মোটরসাইকেল চালক শাহীন আহত হন। অপর ঘটনায়, চুয়াডাঙ্গা থানাকাউন্সিল পাড়ার মাসরু ও তার বন্ধু মোটরসাইকেল চালক লিয়ন দর্শনা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের জয়রামপুর চায়ের দোকান নামক স্থানে পৌঁছুলে নিয়ন্ত্রন হারিয়ে একই দিকে যাওয়া একটি বাইসাইকেলকে পেছন থেকে সজোরে ধক্কা দেয় তারা। দুর্ঘটনায় মাসরু ও লিয়নসহ বাইসাইকেল চালক জয়রামপুরের মিজানুর রহমান গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে মাসরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।