আলমডাঙ্গায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যুরো: কুষ্টিয়া জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে আলমডাঙ্গা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে আলোচনা সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল মওলা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল কুমার ব্যানার্জী। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইখুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিও শহিদ হোসেন, ফিল্ডম্যান শহিদুল ইসলাম, কৃষক আব্দুল মান্নান, গোলাম সিদ্দিক, আমির হোসেন, শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী, কৃষাণী সোহানা খাতুন, সুফিয়া মেম্বার প্রমুখ।

Leave a comment