দামুড়হুদার পুরাতন বাস্তপুরে সড়কে হাটুপানি : জনদুর্ভোগ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার পুরাতনবাস্তপুর গ্রামে আলম মাস্টারের বাড়ির নিকট থেকে লাভলুর বাড়ি পর্যন্ত সড়কের ওপর হাটুসমান পানি জমে থাকায় পানিবন্দি হয়ে পড়েছে ওই মহল্লার প্রায় ৪০ পরিবার। মহল্লার একমাত্র হেরিং সড়কটিতে প্রায় একমাস ধরে হাটু সমান পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছে কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসী। ধর্মপ্রাণ মুসল্লিদের ওই নোংরা পানি মাড়িয়ে প্রতিদিন আসতে হচ্ছে মসজিদে। এছাড়া শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসার পথে বই খাতাসহ জামা কাপড় ভিজিয়ে বাড়ি ফিরছে। ফলে তাদের লেখাপড়ায় চরম বিঘœতার সৃষ্টি হচ্ছে। মাঠের ফসল ঘরে তুলতে পারছেনা কৃষকরা। এলাকার জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভান করে বসে আছেন। যেনো অনেকটা গা ছাড়া ভাব। মহল্লাবাসীদের অন্যের বাড়ির ওপর দিয়ে ঘুরে ঘুরে চলাচল করতে হচ্ছে। কিন্তু এভাবে আর কতোদিন? পানিবন্দি অবন্থা থেকে মুক্তি চাই মহল্লাবাসী। বিষয়টি জরুরীভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ।

Leave a comment