দামুড়হুদা প্রতিনিধি : দামুড়হুদার দুলালনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ১ বিঘা জমির ফলন্ত পেঁপে বাগান কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার দিনগত রাতে গ্রামের পূর্ব মাঠে ওই পেঁপে বাগান কেটে দেয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ বাগানমালিক ৪ জনের নামে থানায় মামলা করেছেন।
ক্ষতিগ্রস্থ বাগানমালিক জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুলালনগর গ্রামের মৃত পাঞ্চাব আলীর ছেলে সাজ্জাদ শেখ গ্রামের পূর্বমাঠে ১ বিঘা জমিতে পেঁপের বাগান করেন। গত বৃহস্পতিবার দিনগত রাতে প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে ওই বাগান কেটে সাবাড় করে। তিনি আরও বলেন, প্রতিবেশী শরকত আলীর ছেলে শিবলু, আব্দুল হাকিমের ৩ ছেলে রায়হান, ফারুক এবং নাদিম এদের সাথে বেশকিছুদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরেই তারা আমার ওই পেঁপে বাগান কেটে বিনষ্ট করেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্থ বাগানমালিক সাজ্জাদ শেখ।