থ্রি হুইলার শ্রমিকদের হামলায় সিএনজি ভাঙচুর

পা ভাঙলো গৃহবধূর : মামলার প্রস্তুতি
জীবননগর ব্যুরো: জীবননগর থেকে দর্শনায় যাতায়াতাকারী থ্রি হুইলার মালিক ও শ্রমিক সমিতির মধ্যে বিরোধ লেগেই রয়েছে। দর্শনা ও জীবননগর সমিতির সাথে মাঝে-মধ্যে সৃষ্টি হয় বিরোধের। এ বিরোধ দেখা দিলে বন্ধ হয়ে যায় সরাসরি সিএনজি চলাচল। এমনই পরিস্থিতিতে বর্তমানে জীবননগর থেকে দর্শনার মধ্যে সরাসরি সিএনজি চলাচলা বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে দর্শনার ও জীবননগর সমিতির সিএনজিগুলো আকন্দবাড়িয়া আবাসন পর্যন্ত চলাচল করছে। এ অবস্থায় সিএনজি দর্শনার উচ্ছৃঙ্খল কিছু শ্রমিকদের হামলায় জীবননগর সমিতির একটি সিএনজি ভাঙচুরসহ এর ড্রাইভারকে মারধর করে আহত করা হয়েছে। এ সময় সিএনজি উল্টে দিলে এর যাত্রী গৃহবধূ সাগরী খাতুনের (৩২) একটি পা ভেঙে ৪ টুকরো হয়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী দর্শনার সিএনজি সমিতির অভিযুক্ত উচ্ছৃঙ্খল ওই শ্রমিকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দর্শনার সিএনজি শ্রমিকরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।
জীবননগর বাঁকার জামাত আলীর ছেলে সিএনজি ড্রাইভার আব্দুল হাকিম অভিযোগ করে বলেন, উভয় সমিতির মধ্যে বিরোধ চলার ফলে বর্তমানে জীবননগর-দর্শনার মধ্যে সরাসরি সিএনজি চলাচল বন্ধ রয়েছে। তবে উভয় সমিতির সিএনজিগুলো আকুন্দবাড়িয়া আবাসন পর্যন্ত চলাচল করছে। বৃহস্পতিবার তিনি যাত্রী নিয়ে যাওয়াকালে আকন্দবাড়িয়া আবাসনের কাছাকাছি পৌঁছুলে দর্শনা সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সদস্য ইলিয়াস আলী, খায়রুল ইসলাম, রকি, হাসিবুল ও খোকন তার সিএনজিটি আটকিয়ে তাকে মারধর করে আহত করে। এ সময় তারা অমানবিক আচারণ করে ভেতরে মহিলা যাত্রী থাকা সত্বেও সিএনজি ভাঙচুর করে সেটি ধাক্কা দিয়ে উল্টে দেয়। সিএনজিটি উল্টে দিলে এর ভেতরে থাকা মহিলা যাত্রী জীবননগর রাজনগরের রফিকুল ইসলামের স্ত্রী সাগরী খাতুনের একটি পা ভেঙে ৪ টুকরো হয়। তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। কোনো ঘটনা ছাড়াই দর্শনা সিএনজি মালিক ও শ্রমিক সমিতির কিছু উচ্ছৃঙ্খল ওই সদস্যরা এ হামলা চালাই বলে জীবননগর সিএনজি মালিক ও শ্রমিক সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্রমিকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।