টাইব্রেকারে ৪-২ গোলে যশোরের জয়লাভ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে টাইব্রেকারে যশোর ৪-২ গোলে হারিয়েছে সাতক্ষীরা জেলা দলকে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয় যশোর জেলাদল ও সাতক্ষীরা জেলা দল। শুরু থেকে উভয় দল ম্যাচে বল দখলের লড়াইয়ে মেতে ওঠে। তবে দর্শকদের বিচারে গতকাল সাতক্ষীরা জেলা দলের দখলে বলো ছিলো বেশি সময়। তবে তাদের দখলে সময় বিবেচনায় বলের দখল বেশি থাকলেও রক্ষণভাগ ভেদ করে যশোরের জালে বল জড়াতে সক্ষম হয়নি সাতক্ষীরা। উভয় দলের খেলোয়াড়রা গতকাল ম্যাচের পুরো ৯০ মিনিট গ্যালারিতে দর্শক বসিয়ে রাখার মতো খেলা উপহার দিয়ে খেলার ফলাফল নির্ধারণের জন্য নিয়ে যান টাইব্রেকারে। কারণ খেলার মাঝে বলের দখল যে দলেরই বেশি থাকুক না কেন? গোলের দেখা কোনো দলই পায়নি। প্রথম ও দ্বিতীয়ার্ধ গোলশূণ্য থাকায় ফলাফল নিশ্চিত করতে সাহায্য নেয়া হয় টাইব্রেকার পদ্ধতি। টাইব্রেকারে যশোর জেলা দল ৪-২ গোলে সাতক্ষীরা জেলা দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে। নির্ধারিত সময়ের পুরো খেলা ও টাইব্রেকারে দক্ষতার সাথে প্রতিপক্ষ সাতক্ষীরা জেলা দলের দুটি পেনাল্টি কিক রুখে দিয়ে সেরা খেলোয়াড় বাছাইয়ের বিচারকদের নজর কাড়েন যশোরের গোলরক্ষক সাঈদ।
শেষে সেরা খেলোয়াড় ও অংশগ্রহণকারী দুই দলের টিম ম্যানেজারের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কারটি দেয়া হয় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সুরেশ কুমার আগরওয়ালা পিন্টুর সৌজন্যে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। গতকাল খেলার মাঠে দর্শকসারিতে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনদ্দিন মুক্তা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুসহ আমন্ত্রিত অতিথিগণ।
দুই দিন বিরতির পর আগামী ১৬ অক্টোবর বিকেলে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে হবে স্বাগতিক চুয়াডাঙ্গা ও টাঙ্গাইল জেলা দল।