ঝিনাইদহ কৃষকের ধানক্ষেতে সর্বনাশা ইদুরের উৎপাত

গিয়াস উদ্দীন সেতু: ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কৃষকের জমির তরতাজা ধানক্ষেত কেটে সাবাড় করছে সর্বনাশা ইদুর। সরে জমিনে মাঠে গিয়ে দেখা গেছে, ইদুরের উৎপাত দেখলে মনে হচ্ছে কে যেন ধারালো কাচি দিয়ে ধানক্ষেত কেটে দিয়েছে। অনেক কৃষক ইদুর মারার জন্য ওষুধ ব্যবহার করেও ফল মিলছে না। এবছর মাঠের ধান ভালো হলেও ইদুরের উৎপাতের কারণে কৃষক ক্ষতি গ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান জানা, ইদুর নিধনের জন্য আমরা সচেতনা মূলক প্রচার চালাচ্ছি। আমাদের মাঠকর্মীদের মাধ্যমে কাজ চলছে। ইদুর মারার জন্য কৃষকরা জে ওষুধ ব্যবহার করবে ল্যানিরাট, ক্রর‌্যাট ই জাতীয় কিটনাসক ইদুর খেলে পাগল হয়ে অন্য যায়গাই মরে। আমরা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছি এবং এর ফলও তারা পাচ্ছে।
কৃষক তারেক জানান, ইদুর মাঠে উপদ্র সিমাহীনভাবে বেড়েছে প্রতিকার করা খুবই কষ্ট হচ্ছে। কৃষক সাব্দার জানান, ওষুধে কাজ হচ্ছে না, কি যে করবো ভাবতে পারছি না। মাওলা বকসো বলেন, গেছো ইদুর ধান কেটে সাবাড় করে দেয়ায় আমরা দিশে হারা হয়ে পড়েছি।

Leave a comment