ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ র্যাব সদস্যরা অভিজান চালিয়ে হেরোইনসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টারদিকে কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের নেতৃত্বে¡ ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিকদল তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কোর্টচাঁদপুর জগন্নাতপুর মোড় বাসস্ট্যান্ড রাস্তার ওপর চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা যশোর গামী যাত্রাবাহী শাপলা পরিবহন বাসের গতিরোধ করে। বাস (মৌলভীবাজার জ-১১-০০১১) নিশান পরিবহনের ভেতর থেকে হিরোইনব্যবসায়ী আলমগীর হোসেন জোয়ার্দ্দারের (৩৫) দেহ তল্লাশি করে হেরোইন পাওয়া যায়। তিনি ঝিনাইদহ কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের পিতা মৃত আব্দুল কাদের জোয়ার্দ্দারের ছেলে। র্যাব বলছেন, সে নিয়মিত এভাবে হেরোইন নিয়ে কালীগঞ্জ আসতো। এ সংবাদ পেয়ে তারা বাসটির গতিরোধ করে এবং তার কাছে থাকা ৬২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।