হরতালে চুয়াডাঙ্গাসহ সারাদেশে সবকিছুই ছিলো স্বাভাবিক

স্টাফ রিপোর্টার: হরতাল আহ্বান করলেও রাজপথে ছিলো না জামায়াত-শিবিরের কোনো নেতাকর্মী। শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে জামায়াত গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিলো। হরতাল আহ্বানকারীদের দেখা না মিললেও হরতালবিরোধী মিছিল, সমাবেশ, মানববন্ধন কর্মসূচির মাধ্যমে গতকাল রাজপথে সরব ছিলো আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ মুক্তিযুদ্ধের  চেতনায় বিশ্বাসী অসংখ্য সংগঠনের নেতাকর্মীরা।

হরতালে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে কোনো প্রভাব ছিলো না, সবকিছু ছি‡লv স্বাভাবিক। সকাল থেকেই গণপরিবহন, প্রাইভেট কার ও দূরপাল্লার রুটে বাস চলাচল করেছে। দোকানপাটগুলোতেও ছিলো উপচে ভিড়। বিভিন্ন অফিস-আদালত, কলকারখানা ছিলো খোলা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছিলো। এদিকে জামায়াতের ডাকা হরতালের মাঝপথে সমর্থন জানায় বিএনপি। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল শুরু হওয়ার সময়ের ৪ ঘণ্টা পর এ সমর্থন জানালো জোটের নেতৃত্বাধীন দলটি। তবে বিএনপির নেতাকর্মীরা রাজপথে নামেননি। অপরদিকে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন মেহেপুরের গাংনী ছাত্রলীগ নেতাকর্মীরা।