মেহেরপুর অফিস: কেন্দ্রীয় আমির, সেক্রেটারী জেনারেলসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে মেহেরপুরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে মিছিলটি কলেজ মোড় প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহসভাপতি জুনায়েদ ইমতিয়াজ, তারিকুল ইসলাম, সহিউল¬াহ সোহাগ, শহর সভাপতি আরিফ শেখ, সরকারি কলেজ সভাপতি কুদরুত-ই খোদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ইয়াকুব আলী, সাংগঠানিক সম্পাদক সেফিক মাহমুদ, শাহিদ হাসান, দফতর সম্পাদক সাজেদুর রহমান সেতু, সদস্য শোভন সরকারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে সরকারি কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করা হয়।