দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন দামুড়হুদার হাউলী ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবেদ-উদ দৌল্লা টিটন, দামুড়হুদার জামায়াত কর্মী হাবিবুর রহমান ও কার্পাসডাঙ্গা গ্রামের জামায়াত কর্মী শামসুল ইসলাম ভুলু। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ জানান, হরতালে নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন।