জীবননগর ব্যুরো: ফসলের উৎপাদন বৃদ্ধিতে উন্নত বীজের ভূমিকা শীর্ষক বিষয় নিয়ে জীবননগরে বীজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মাধখালী ছটাংগা আইপিএম ক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার উপুজেলা কৃষি বিভাগের ট্রেনিং সেন্টারে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
মাধবখালী ছটাংগা আইপিএম ক্লাবের সভাপতি রাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্ ও জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সির আতিয়ার রহমান। মতবিনিময়সভায় গ্রাম পর্যায়ে কৃষকদের আধুনিক চাষ পদ্ধতি ও প্রশিক্ষণের ব্যবস্থা, প্রত্যেক বীজ ব্যবসায়ীকে বৈধ নিবন্ধন ও এজেন্সির অনুমতি গ্রহণ, অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, কৃষি পণ্য সরকারিভাবে উপযুক্ত মূল্য নির্ধারণ ও সরকার নির্ধারিত বীজের মূল্য তালিকা বীজ ডিলার ও দোকানে টাঙানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তরা।