চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ঝিনাইদহ-মাগুরার হাড্ডাহাড্ডি লড়াই ২-১ গোলে ঝিনাইদহ জেলা দলের জয়লাভ।

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে ঝিনাইদহ জেলাদল ২-১ গোলে মাগুরা জেলাদলকে পরাজিত করেছে। গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের ৭ম ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ ও মাগুরা জেলাদল। খেলার শুরু থেকে উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যদিয়ে ম্যাচটিকে দর্শক প্রিয় করে তলে। খেলার প্রথমার্ধের ৫ মিনিটে ঝিনাইদহ জেলা দলের অভি দর্শনীয় একটি গোল করে নিজের দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেয়। তবে প্রথমার্ধের খেলার ঠিক শেষ মিনিটে অর্থাৎ যখন ৪৫ মিনিটের খেলা চলছিলো তখন মাগুরা জেলা দলের রাজীব দুর্দান্ত এক গোল করে খেলায় সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের শুরুতে ঝিনাইদহ জেলা দল আচমকা আক্রমণ করে বসে মাগুরা জেলা দলের শিবিরে। দ্বিতীয়ার্ধের খেলার ৭ মিনিটে ঝিনাইদহ জেলা দলের নাইজেরিয়ান খেলোয়াড় মরু গোল করে ব্যবধান বাড়ায় ২-১। খেলার বাকি সময়টুকুতে কোনো পক্ষই আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের খেলা শেষে ঝিনাইদহ জেলা দল ২-১ গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। খেলায় ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঝিনাইদহ জেলা দলের নাইজেরিয়ান খেলোয়াড় মরু।
খেলা শেষে সেরা খেলোয়াড় ও অংশগ্রহণকারী দুই দলের টিম ম্যানেজারের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান, মাগুরা জেলার স্থানীয় সরকারের উপ-সচিব খন্দকার আজিম উদ্দিন, বিশ্বখ্যাত ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল-হাসানের বাবা মাশরুর রেজা কুটিল, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার কলিমুল্লাহসহ চুয়াডাঙ্গার প্রাক্তন ফুটবলারগণ। আজ একই মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের ৮ম ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে যশোর ও সাতক্ষীরা জেলাদল।